Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রামসাগর:
Transportation

দিনাজপুর সদর থেকে অটো/রিক্সা যোগে।

Details

দিনাজপুর শহরের কেন্দ্র থেকে ৮কিমি দক্ষিণে আউলিয়াপুর ইউনিয়নে অবস্থিত দিনাজপুরের মহারাজদের অন্যতম কীর্তি রামসাগর দিঘি। ধূসর ছোট ছোট মাটির টিলার পাড় দ্বারা বেষ্টিত গ্রামীণ উদাস প্রকৃতির মধ্যে একখন্ড লাল গৈরিক ও স্ফীতিময় খিয়ার মাটির উপর এক অপরূপ মনোমুগ্ধকর পরিবেশে এই সাগরোপম দিঘি অবস্থিত। পাড়ভূমি সহ দিঘির মোট আয়তন ৪,৩৭,৪৯২ বর্গমিটার। জলভাগের দৈর্ঘ্য ১০৩১ মিটার, প্রস্থ ৩৬৪মিটার। সেচ সুবিধা, প্রজাদের পানির কষ্টদূরীকরণ এবং দূর্ভিক্ষ পীড়িত প্রজাদের কাজের বিনিময়ে খাদ্যের সংস্থান হিসেবেই রাজা রামনাথের আমলে এ দিঘি খনন করা হয়। তার নামানুসারে এর নামকরণ করা হয়।

 

Thanking you - ICT Cell, Divisional Commissioner's Office, Rangpur Division, Rangpur