Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 

খেলাধুলার ক্ষেত্রে রংপুর বিভাগের রয়েছে নিজস্ব ঐতিহ্য। দেশীয় ও আঞ্চলিক খেলাসমূহের মধ্যে হা-ডু-ডু(বাংলাদেশের জাতীয় খেলা), কাবাডি, দাঁড়িয়াবাধাঁ, নানা রঙ্গের ঘুড়ি উড়ানো, পাখি, গোল্লাছুট, এক্কাদোক্কা, বৌছুট, ডান্ডাগুলি (রংপুরের আঞ্চলিক ভাষায় চেংকু-পেন্টি), লাঠিখেলা, তরবারি খেলা, দধি কাঁদো ইত্যাদি উল্লেখযোগ্য। কেবল রংপুর বাংলাদেশে নয়, ভারতের কোন কোন জেলার গ্রামে-গঞ্জেও এসব খেলা সমানভাবে জনপ্রিয়।

          খেলাধুলার ক্ষেত্রে রংপুরের ঐতিহ্যের কথা বলতে গেলে প্রথমেই আসে ফুটবলের কথা। রংপুর তাজহাট রাজাবাহাদুরের পৃষ্ঠপোষকতায় উনিশ শতকের প্রথমদিকে এ জেলায় ফুটবলের যাত্রা শুরু হয়। রংপুর ফুটবল অঙ্গনে অনেক খ্যাতিমান খেলোয়াড় ছিলেন। তাদের মধ্যে যাদুকর আব্দুস সামাদ, মোনা গুহ, গোপাল রায়, কামাখ্যা দাস, ইসলাম, সুরেন দে, জীবন মুখার্জী, সান্টু, কাজী ছাত্তার, কাজী আনোয়ার, মুন্না প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

বিভিন্ন ঋতুতে জনপ্রিয় খেলাঃ

  • ফুটবল
  • ক্রিকেট
  • কাবাডি
  • ভলিবল
  • সাঁতার
  • জিমন্যাস্টিক্স
  • ভারত্তোলন
  • মুষ্টিযুদ্ধ
  • ব্যাডমিন্টন
  • শরীরগঠন(বডিবিল্ডিং)
  • টেবিলটেনিস
  • হ্যান্ডবল
  • হকি
  • টায়কন্ড(জুডোকারাত)
  • শুটিং
  • সাইক্লিং
  • এ্যাথলেটিক্স
  • খোকো
  • আরচারি(তীরনিক্ষেপ)

     

 

রংপুর জেলার খেলাধুলা ও বিনোদন  সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

দিনাজপুর জেলার খেলাধুলা ও বিনোদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

কুড়িগ্রাম জেলার খেলাধুলা ও বিনোদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

লালমনিরহাট জেলার খেলাধুলা ও বিনোদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

নীলফামারী জেলার খেলাধুলা ও বিনোদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

ঠাকুরগাও জেলার খেলাধুলা ও বিনোদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

গাইবান্ধা জেলার খেলাধুলা ও বিনোদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

পঞ্চগড় জেলার খেলাধুলা ও বিনোদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

  

Thanking you - ICT Cell, Divisional Commissioner's Office, Rangpur Division, Rangpur