Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রক মিউজিয়াম:
Transportation

পঞ্চগড় সদর উপজেলার মহিলা কলেজ সংলগ্ন।

Details

পঞ্চগড় শহরের মহিলা কলেজে রয়েছে রক মিউজিয়াম বা পাথর যাদুঘর। মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে পঞ্চগড় সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হকের প্রচেষ্ঠায়। ১৯৮৪ সালে কলেজ স্থাপনের পর ১৯৯৭ সালের ০১ মার্চ ড. নাজমুল হক এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন। এখানে পঞ্চগড় এলাকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পাথর ও নানান প্রাচীন ঐতিহাসিক প্রত্ন সামগ্রি সমগ্র কলেজ প্রাঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 

Thanking you - ICT Cell, Divisional Commissioner's Office, Rangpur Division, Rangpur