Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও গাইবান্ধা  এই ৮টি জেলা নিয়ে গঠিত    রংপুর বিভাগ। ভূ-বিজ্ঞানীদের চোখে বাংলাদেশ বিস্তৃত পলিমাটিতে ঢাকা এক ভূখন্ড যার উত্তর- পূর্ব, দক্ষিণ- পূর্ব, মধ্য-উত্তর এবং উত্তরাঞ্চলে  দেখা মেলে শক্ত প্রস্তরময় প্রাচীন ভূমির।   পঞ্চগড় জেলা উত্তরের পার্বত্য অঞ্চলের ভূ- তাত্ত্বিক বৈশিষ্ট সম্পন্ন জনপদ। টারসিয়ারী যুগে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের বহু অংশই ডুবে গিয়েছিলো সমুদ্রের প্লাবন আর জলোচ্ছাসে। ফলে বৃহৎ বঙ্গের অনেকটা জায়গাজুড়েই পাওয়া যায় টারসিয়ারী যুগের সমুদ্রজাত পাললিক শিলাস্তর। পঞ্চগড় জেলা সংলগ্ন জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় টারসিয়ারী যুগের পাথর পাওয়া গেছে। এই সময়ের পাথরের মধ্যে রয়েছে বালি পাথর, চুনা পাথর, কাদা পাথর ইত্যাদি। এই ধরনের পাথর পাওয়া যায় পঞ্চগড় জেলার ভূ-ভাগে। বাংলার প্রাচীন জনপদসমূহে ভৌগলিক অবস্থিতি অনেকাংশে ভূ-প্রকৃতি এবং বিশেষ করে নদীর স্রোত দ্বারা নির্ধারিত হয়েছে। পঞ্চগড় জেলার প্রধান পাহাড়ী নদী করতোয়া, ডাহুক, চাওয়াই, মহানন্দা, বর্ষাকালে দু'কুল প্লাবিত করে নিয়ে আসে পাথরের বালি ও নূরী পাথর। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গায় ৫/৬ ফুট মাটির নিচেই পাথর  এবং পানিশাল কাঠের সন্ধান  পাওয়া যায়। পঞ্চগড় জেলার অধিকাংশ মানুষের জীবিকা পাথর উত্তোলনের উপর নির্ভরশীল।

নদী সংলগ্ণ এলাকা গুলোতে সিলিকেট ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ পাথরের অস্তিত্ব বিদ্যমান। লালমনিরহাট সদর উপজেলার ভূ- গর্ভে প্রচুর পরিমান নিকেল আকরিক রয়েছে বলে বিশেষজ্ঞের অভিমত পাওয়া যায়। তাছাড়া জেলার ভূ- গর্ভে উন্নতমানের কঠিন শিলা, চুনা পাথর, মার্বেল পাথর, সাদামাটি রয়েছে বলে ধারণা করা হয়।

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড অবস্থিত।

এছাড়া দিনাজপুর জেলায় রয়েছে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এবং এ প্রকল্পে ব্যবহৃত জমির পরিমাণ ১৮০.০৪৭০ একর।

 

রংপুর বিভাগের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে

রংপুর জেলার প্রাকৃতিক সম্পদ  সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  
দিনাজপুর জেলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  
কুড়িগ্রাম জেলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  
লালমনিরহাট জেলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  
নীলফামারী জেলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  
ঠাকুরগাও জেলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  
গাইবান্ধা জেলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  
পঞ্চগড় জেলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

Thanking you - ICT Cell, Divisional Commissioner's Office, Rangpur Division, Rangpur