Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভাগীয় কমিশনার মহোদয়ের সাধারণ দায়িত্বাবলী

০১।

রাজস্ব সংক্রান্ত কার্যাবলীঃ

(০১)

বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন।

(০২)

কৃষি ও অকৃষি খাস জমি এবং অন্যান্য সরকারি সম্পত্তির বন্দোবস্ত প্রদান সংক্রান্ত কার্যাবলী তত্ত্বাবধান।

(০৩)

ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল এবং অব্যবহৃত অধিগ্রহণকৃত জমি পুনঃখাসকরণ তত্ত্বাবধান।

(০৪)

সরকারি পাওনা আদায় সংক্রান্ত বিষয়াদী তত্ত্বাবধান।

(০৫)

রাজস্ব মামলায় আপিল শুনানী।

(০৬)

রাজস্ব সংক্রান্ত অভিযোগ ও তদন্ত।

(০৭)

হাটবাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন তদারকি।

(০৮)

সায়রাত মহাল ব্যবস্থাপনা তদারকি।

(০৯)

অর্পিত, খাস, পরিত্যক্ত সম্পত্তি, বালু মহাল, পাথর মহাল, জলমহাল সহ সরকারের অন্যান্য সম্পত্তি তদারকি।

(১০)

আন্তঃজেলা সীমান্ত বিরোধ মিমাংসা।

(১১)

পয়ঃস্থি ভূমির চর্চা ম্যাপ প্রস্ত্ততকরণ এবং ডিজিএলআর অফিসের ভূমি জরিপ ও ব্যবস্থাপনা কর্মসূচী তত্ত্বাবধান ।

(১২)

সমন্বিত রিপোর্ট রিটার্ন মন্ত্রণালয়/ ভূমি সংস্কার বোর্ডের নিকট পেশকরণ।

(১৩)

নীতিমালা অনুযায়ী কৃষি এবং অকৃষি খাসজমি তদারকি।

(১৪)

দরিদ্র এবং ভূমিহীনদের জন্য সরকারের পুনর্বাসন কর্মসূচী যেমন আবাসন, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম এবং জলবায়ু দুর্গত পুনর্বাসন প্রকল্পের তদারকি।

(১৫)

সরকারের ভূমি সংস্কার নীতিমালা বাস্তবায়নে সহায়তা প্রদান।

(১৬)

আদালতের রায়/ ডিক্রী/ আদেশ বাস্তবায়নে সহায়তা প্রদান।

(১৭)

অকৃষি কার্যক্রমের সম্প্রসারণ থেকে মূল্যবান কৃষি জমি রক্ষায় ভূমি শ্রেণীকরণ (Land Zoning) পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণে সহায়তা প্রদান।

(১৮)

রেন্ট/ জেনারেল সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান।

(১৯)

সহকারী কমিশনার (ভূমি) বদলী/ পদায়ন।

(২০)

কানুনগো গণের প্রশাসনিক কার্যাদি সম্পাদন।

(২১)

রাজস্ব প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আন্তঃজেলা বদলী।

০২।

নির্বাহী ম্যাজিস্ট্রেসি সংক্রান্ত কার্যাবলী

(০১)

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যাবলী তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ।

(০২)

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আদালত দর্শন/ পরিদর্শন।

(০৩)

পুলিশ আইন ও পুলিশ প্রবিধান অনুযায়ী ফৌজদারী অপরাধ দমন সংক্রান্ত কার্যক্রমে পুলিশ বিভাগের উপর সাধারণ নিয়ন্ত্রণ।

(০৪)

ফৌজদারী বিচার কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন সরকারের নিকট প্রেরণ।

(০৫)

মোবাইল কোর্ট অধ্যাদেশ, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত কার্যাবলীর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ।

(০৬)

স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা বিষয়ক কার্যাবলী তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ।

(০৭)

রাজনৈতিক ও হয়রাণীমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কার্যক্রমের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ।

(০৮)

ফৌজদারী কার্যবিধির অধীন বিভিন্ন ধারায় নিষ্পত্তিকৃত কার্যাবলীর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ।

০৩।

আইন,শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কার্যক্রমঃ

(০১)

বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা পূর্বক জনজীবনে স্বস্তি আনয়ন।

(০২)

অপরাধ প্রবণতা হ্রাস সংক্রান্ত কার্যক্রম।

(০৩)

গুরুতর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

(০৪)

বিভাগের আইন-শৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন। প্রয়োজনে বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও জনগণের সমন্বয়ে সময় সময় সভা অনুষ্ঠান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ।

(০৫)

সুষ্ঠুভাবে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নতুন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা প্রেরণ।

০৪।

শিক্ষা

(০১)

মান সম্মত শিক্ষা কার্যক্রমে তদারকী

(০২)

Catchment এলাকার ভিতরে শিশু ভর্তির হার ১০০% নিশ্চিত করার কাজ তদারকী ও পরিবীক্ষণ।

০৫।

খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা

(০১)

কাবিখা/কাবিটা/ টিআর প্রকল্প বাস্তবায়নের অগ্রতি পর্যালোচনা।

(০২)

Standing order on Disaster এর বিষয়ে জেলা প্রশাসক ও অন্যান্য stakeholderগণকে উদ্বুদ্ধকরণ।

০৬।

পর্যটনঃ

(০১)

বিভাগে স্থানীয়ভাবে পর্যটনের সুযোগ-সুবিধা সৃষ্টি।

(০২)

পর্যটন বিকাশে জনসচেতনতা সৃষ্টি।

(০৩)

পর্যটন খাতে বিনিয়োগে বেসরকারী খাতকে উদ্বুদ্ধকরণ।

(০৪)

পর্যটন উন্নয়নে সরকারের নিকট প্রস্তাবনা প্রেরণ।

(০৫)

পর্যটকদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা গ্রহণ।

(০৬)

পর্যটন স্পটগুলোর পরিচ্ছন্নতা, আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাকরণ।

০৭।

রাজনৈতিক ও গোপনীয় কার্যাবলী।

(০১)

বিভাগের সার্বিক অবস্থার উপর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন সরকারের নিকট উপস্থাপনা।

(০২)

বিশেষ রাজনৈতিক অবস্থার উপর গোপনীয় প্রতিবেদন সরকারের নিকট উপস্থাপনা।

(০৩)

বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার প্রতিবেদন উপস্থাপনা।

(০৪)

আইন-শৃঙ্খলা সংক্রান্ত গোপনীয় প্রতিবেদন প্রেরণ।


 

০৮।

দুর্নীতি দমন সংক্রান্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও তদারকী

(০১)

দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা প্রদান।

(০২)

জনগণ কর্তৃক দুর্নীতির বিষয়ে পেশকৃত অভিযোগের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

(০৩)

দুর্নীতর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য কার্যক্রম গ্রহণ।

০৯।

জন উদ্বুদ্ধকরণ

(০১)

জন উদ্বুদ্ধকরনের মাধ্যমে উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন।

(০২)

সরকারি নতুন কর্মসূচী চালুকরণের লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ।

১০।

নির্বাচন সংক্রান্ত বিষয়াদি

(০১)

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অর্পিত দায়িত্ব পালন, ভোটার তালিকা প্রণয়ন ও অন্যান্য দায়িত্ব পালন।

(০২)

জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রস্ত্ততকরণে তত্ত্বাবধান।

(০৩)

পৌরসভার মেয়রগণের শপথ পাঠ করানো।

১১।

পরিসংখ্যান

(০১)

আদমশুমারীর কার্যক্রমে সহায়তাকরণ।

(০২)

কৃষিশুমারীর কার্যক্রমে সহায়তাকরণ।

১২।

পেনশন বিষয়াদি

(০১)

অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের কাগজপত্র প্রস্ত্ততকরণ।

(০২)

অবসরপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীগণের পেনশন প্রাপ্তির বিষয়াদি তদারকি করণ।

(০৩)

মৃত কর্মচারীর জন্য যৌথবীমা ও কল্যাণ তহবিলের প্রক্রিয়াকরণ।

(০৪)

যৌথবীমা ও কল্যাণ তহবিলের অভিযোগসমূহ শুনানী ও নিষ্পত্তিকরণ।

(০৫)

বর্ষপঞ্জী অনুযায়ী এলপিআর-গামী সরকারী কর্মকর্তা/কর্মচারীদের (জানুয়ারী,এপ্রিল, জুলাই, অক্টোবর)  ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্ত্তত ও উপস্থাপন।

১৩।

রাষ্ট্রাচার

(০১)

ভিভিআইপি গণের সফরে স্থানীয় ব্যবস্থা গ্রহণ।

(০২)

ভিভিআইপি গণের অভ্যর্থনা, নিরাপত্তা, আবাসন, যানবাহন ও খাবারের ব্যবস্থাকরণ।

(০৩)

ভিভিআইপি গণের সভার ব্যবস্থাকরণ।

(০৪)

জেলায় অবস্থিত সকল সার্কিট হাউজের নির্মাণ/পুনঃনির্মাণ/ সংরক্ষণ কাজে গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসকদের কার্যক্রমের তদারকি।


 

১৪।

বিভাগীয় প্রশাসকের সংস্থাপন

(০১)

৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ, বদলী ও পদায়ন এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থাগ্রহণ।

(০২)

কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন লেখা / প্রতিস্বাক্ষর করণ।

(০৩)

কর্মকর্তাদের মধ্যে কর্মবন্টন।

(০৪)

বিভাগীয় কার্যালয়ের কল্যাণমূলক কার্যক্রম।

(০৫)

অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি।

(০৬)

উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের বদলী/ পদায়ন।

১৫।

প্রশিক্ষণ কার্যক্রমঃ

(০১)

বিসিএস(প্রশাসন) ক্যাডারের শিক্ষানবীশ কর্মকর্তাদের ইন-সার্ভিস প্রশিক্ষণ এর ব্যবস্থাকরণ।

(০২)

প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সংযুক্তি প্রদান।

(০৩)

অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ।

১৬।

জনগণের অভিযোগ এবং তদন্তঃ

(০১)

স্থানীয় জনগণের বিভিন্ন অভিযোগ শ্রবণ ও গ্রহণ।

(০২)

সরকার কর্তৃক প্রদত্ত তদন্ত পরিচালনা এবং প্রতিবেদন দাখিল।

(০৩)

বিরোধসমূহ নিষ্পত্তিকরণ।

১৭।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যাবলীঃ

(০১)

জেলা পরিষদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যাদি পরিবীক্ষণ ও মূল্যায়ন।

(০২)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাথে স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন ইস্যুর বিষয়ে যোগাযোগ।

১৮।

যুব ও ক্রীড়া উন্নয়ন

(০১)

বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

(০২)

যুব উন্নয়ন বিষয়ে ব্যবস্থাগ্রহণ।

(০৩)

যুব উন্নয়ন কার্যক্রম যেমন প্রশিক্ষণ প্রদান, ঋণ বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধান এবং পৃষ্ঠপোষকতা।

(০৪)

স্থানীয় , জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধুলার আয়োজন।

১৯।

 মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্তঃ

(০১)

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয় মূল্যায়ন ও অগ্রগতি তত্ত্বাবধান।

২০।

কয়লা, কঠিন শিলা উত্তোলনে ও বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম মনিটরিং

(০১)

বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম তদারকি

(০২)

উদ্ভুত সমস্যা সমাধানে জেলা প্রশাসকগণের তদারকি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান।

২১।

এনজিও বিষয়ক

(০১)

এনজিওদের কার্যক্রম সমন্বয় সাধন / পরিবীক্ষণ ও মূল্যায়ন

 

২২।

ভিশন-২০১১, সুশাসন, মিশন, ভিশন, লক্ষ্য এবং এমডিজি বাস্তবায়নঃ

(০১)

ভিশন-২০১১ এর লক্ষ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

(০২)

পিআরএসপি লক্ষ্য অর্জনে পদক্ষেপ গ্রহণ।

(০৩)

সুশাসনের নিশ্চয়তা বিধান।

(০৪)

মিশন, ভিশন ও অবজেক্ট নির্ধারণ এবং সে অনুযায়ী কর্মসূচী পরিকল্পনা প্রস্ত্ততকরণ।

(০৫)

এমডিজি এর লক্ষ্য অর্জনে জনগণ, এতদসংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে উদ্বুদ্ধকরণ।

২৩।

সিটিজেন চার্টার

(০১)

নিজস্ব অফিসসহ অধীনস্থ সকল অফিসে সিটিজেন চার্টার প্রণয়ন নিশ্চিতকর, স্বচ্ছতা ওদ্রুততার সাথে জনগণের সেবা প্রদানের লক্ষ্যে এর সঠিক বাস্তবায়ন।

(২)

Union Information Service Centre ( UISC) কার্যক্রমের তদারকি।

(৩)

সেবার মানোন্নয়নের লক্ষ্যে  2nd Genaration Citizen Charter সংক্রামত্ম পাইলট প্রকল্প প্রণয়ণে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাজের তদারকি।

২৪।

তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার (আইসিটি)/ ই-গভর্নেন্স

(০১)

জনসেবা প্রদানের লক্ষ্যে আইসিটি নির্ভর কার্যক্রম বাস্তবায়ন, বিষয় ভিত্তিক ডাটাবেজ প্রস্ত্তত এবং এ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার।

(০২)

জেলা পর্যায়ে ইন্টার এ্যাকটিভ ওয়েব-সাইট সৃজন এবং আপডেটিং।

(০৩)

 যোগাযোগ এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং এর ব্যবহার।

(০৪)

ই-গভর্নেন্স এবং ই-রিপোর্টিং বাস্তবায়ন।

(০৫)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ।

২৫।

তথ্য অধিকার

(০১)

মিডিয়া/ আগ্রহী ব্যক্তিদের তথ্য সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগদান ।

(০২)

জনগণকে সেবা দিতে ফ্রন্ট ডেস্ক প্রতিষ্ঠা।

২৬।

জলবায়ু পরিবর্তন, অভিযোজন, টেকসই উন্নয়ন এবং বৈদেশিক ।

(০১)

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে অভিযোজনের লক্ষ্যে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির উদ্ভাবন সংক্রান্ত।

(০২)

বিশ্ব উষ্ণায়নের বিষয়ে জনগণকে সচেতনকরণ।

Thanking you - ICT Cell, Divisional Commissioner's Office, Rangpur Division, Rangpur