Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বড়পুকুরিয়া কয়লা খনি
কিভাবে যাওয়া যায়

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

বিস্তারিত

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড অবস্থিত। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল): খনি আবিষ্কার- ১৯৮৫, খনির গভীরতা- ১১৮ মিটার হতে ৫০৯ মিটার, খনি এলাকার আয়তন ৩ বর্গ কি.মি., খনি বেসিনের আয়তন- ৬ বর্গ কি.মি. মোট সিম- ৬ টি, খনির জীবন কাল- ৬৪ বছর, চুক্তি স্বাক্ষরের তারিখ-৭.০২.১৯৯৪ (সাপলাইয়ার্স ক্রেডিট), ডেভেলপার -সিএমসি (চায়না), প্রকল্প ব্যয় ১৯৪.৯১ মিলিয়ন মার্কিন ডলার, বিসিএমসিএল-এর নিকট খনি সম্পূর্ণরূপে হস্তান্তর ২০১১ সাল, মোট মজুদ ৩৯০ মিলিয়ন মে. টন, উত্তোলনযোগ্য মজুদ ৬৪ মিলিয়ন মে. টন।

ধন্যবাদান্তে - আইসিটি শাখা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর